হ্যালোডেস্ক
রাজধানীর শিল্পকলা একাডেমি ও স্বামীবাগের জাগো আর্ট সেন্টারে শেষ হয়ে গেলো উচ্চাঙ্গ নৃত্যের সাতদিনের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষক ছিলেন ভারতের প্রখ্যাত নৃত্যগুরু চিত্রা চন্দ্রশেখর দশরথী। তিনি ব্যাঙ্গালুরুর অমিয়া রিপেরটরি আর্টিস্টিক ডিরেক্টর। গতকাল স্বামীবাগের জাগো আর্ট সেন্টারে আলোচনা সভা, সনদপত্র প্রদান ও উচ্চাঙ্গ নৃত্যের মধ্য দিয়ে কর্মশালার সমাপনী হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নৃত্যশিল্পী কান্তা জামিল, শর্মিলী বন্দোপাধ্যায়, বেলায়েত হোসেন খান, সোমা মমতাজ, সুলতানা হায়দার, কঙ্কা জামিল, অরুনা হায়দারসহ বিশিষ্টজনরা।
Add Comment