-আশিক আহমেদ
বাড়ির পাশে ছাতিম গাছটি
রোজ সন্ধ্যা নামায়- সন্ধ্যা
পেরুলেই যেনো নেমে আসে
আমার জীবনে গাঢ় অন্ধকার!
বুকের ভেতর বাসা বাঁধা বিষন্ন চর
-নিঃসঙ্গতার আলিঙ্গনে
মেতে ওঠে মন চারিপাশে নিস্তব্ধ
-থমথমে রাতের আকাশ
একলা বসে জ্যোৎস্না ভরা
আকাশ দেখি চাদেঁর সঙ্গে কথোপকথনে
-ক্রমশ ভুলে যাই রাতের গভীরতা
অত:পর লেখা হয়ে উঠেনা
রাত্রি শেষের গল্প।
Add Comment