সাময়িকী : শুক্র ও শনিবার
০৮ অক্টোবর ২০২১
-সোহেল মল্লিক
১.
আমাকে ভিজাও
ভিজো তুমি
এবং ভিজুক
মনোভূমি।
২.
শ্রাবণে প্লাবন
আসুক
মনে
মনে
পুড়বো জ্বলবো
দেহের
সনে
সনে।
৩.
কথা বলো রোকসানা
ওইভাবে হেসো না
আমি যে তোমায় পাগল
কাছে এসো, এসো না!
৪.
তোমাকে ছোঁবো, ছোঁবো সারা গা
মধু খাবো, সরাও দু’টো পা।

Add Comment