সাময়িকী : শুক্র ও শনিবার
২৮ অক্টোবর ২০২২
― ঠাঁকুর দাস মালো
তুমি জানো কি?
আজ শরতের আকাশটা একান্তই আমার!
সস্তা দামে কিনে নিয়েছি বিধাতার কাছ থেকে।
হাতে পয়সা নাই মোটেও, তুমিও জানো
তবুও নিলামের বাজি আমারই।।
তুমি দেখেছো কি?
উষার আভায় আমাদের চারকোণা আকাশ
ঝকঝকে সকালে পাখি উড়ে যায় সুদূর
সাদা সফেদ মেঘ মাল্লায় সূর্যের লুকোচুরি
কিংবা ক্রমশঃ ছোট হতে থাকা বিকেল বেলায়
সোনা রোদ খেলা করে তোমার চুলে, আমার আকাশে।
তুমি দেখেছো কি?
সন্ধ্যাটাও অনন্য এক শোভা ছড়ায়-
সন্ধ্যা প্রদীপে আর ধূপের ঘ্রাণে।
কান পেতে শুনি সেই শ্বাশত ধ্বণি
যে যাদুয় ছোটে লক্ষ অন্তপ্রাণ অমৃতের পথে।
নিজ নীড়ে ফিরে পাখি সব ডানা ঝাপটিয়ে।
তুমি দেখেছো কি?
শুভ্র আকাশ ভেদে ছিড়ে পড়তে চায় চাঁদ
তোমার জগতে।
কাঁশ ফুল মেঘ হয়ে ভাসে রাতের জোছনায়,
কিংবা বিন্দু হয়ে ঝুলতে থাকা মিটিমিটি তারায়।
শরৎ আজ নিতান্তই আমার…
তোমার জন্যই, শুধু তোমারই জন্য।
সস্তা দামেই কিনেছি, হাতে পয়সা ছিল না মোটেও!
Add Comment