হ্যালোডেস্ক
৩১ মার্চ ২০২৩
৯০ দশকে প্রয়াত চিত্র নায়ক সালমান শাহ এর অন্ধ ভক্ত এমন একটি চরিত্রকে নিয়ে নির্মাণ হতে যাচ্ছে ‘স্বপনের ফেরিওয়ালা’ নামে চলচ্চিত্র।
যেখানে নতুন জুটি হিসেবে দেখা যাবে আফান মিতুল এবং জান্নাত আফরিনকে।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে সিনেমার গানের মাধ্যমে শুভ মহরত হয় সিনেমাটির।

পরিচালক সায়মন তারিক জানান আগামী ৬ সেপ্টেম্বর চলচ্চিত্র তারকা সালমান শাহ এর জন্মদিনে সিনেমাটি প্রচারের লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা।
বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতে সিনেমার কিছু অংশ চিত্রায়ণ হবে বলে জানান তিনি।

Add Comment