তরঙ্গটুডে

সিনেমা হিট হলেও লোকসান ২০ কোটি রুপি !

হ্যালোডেস্ক

১৪ জানুয়ারি ২০২৩


বলিউড

২০১২ সালে বলিউডে তিনজন নতুন তারকার আত্মপ্রকাশ ঘটে। তারা হলেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রা। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নামের সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন তারা। সিনেমাটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলো। বক্স অফিসেও পেয়েছিলো সাড়া।

বলিউড বিশ্লেষক এবং বক্স অফিসের তথ্য অনুসারে, ছবিটিকে এতদিন হিট বলেই জেনে এসেছেন সবাই। কারণ শুধু ভারত থেকেই এটি ৭০ কোটি রুপি আয় করেছিলো। কিন্তু মুক্তির এক দশক পেরিয়ে ছবির নির্মাতা-প্রযোজক করন জোহর জানালেন, এই সিনেমায় তার ২০ কোটি রুপি লোকসান হয়েছে!

সম্প্রতি এক সাক্ষাৎকারে করন জোহর জানান, হিট সিনেমার তকমা পেলেও এটি আদতে ব্যবসাসফল নয়। তার দাবি, ‘আমি ছবিটির জন্য পাগলের মতো খরচ করেছিলাম। যে কারণে আমাদের প্রায় ১৫-২০ কোটি রুপি লোকসান হয়।’

ওই ক্ষতি পোষানোর জন্য ব্যতিক্রম পন্থা অবলম্বন করেছিলেন করন জোহর। তার মন্তব্য, “আমি বুঝতে পেরেছিলাম, বরুণ-আলিয়া-সিদ্ধার্থ দ্রুতই তারকা খ্যাতি পাবে। তাই তাদেরকে আরও তিনটি সিনেমায় যুক্ত করে ফেলি। ওই ছবিগুলোর মাধ্যমেই মূলত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র ভর্তুকি পুষিয়ে নিতে পেরেছি।”

উল্লেখ্য, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’র দর্শকপ্রিয়তার সুবাদে এর একটি সিক্যুয়েল নির্মিত নয় ২০১৯ সালে। এখানে অভিনয় করেন টাইগার শ্রফ, অনন্যা পাণ্ডে ও তারা সুতারিয়া। ৬৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি।

সূত্র: বলিউড হাঙ্গামা

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930