সাময়িকী: শুক্র ও শনিবার
-সাঈদা নাঈম
অভিনয় করতে করতে ক্লান্ত মোহনা। চেষ্টা চালিয়ে যাচ্ছে সংসারটা টিকিয়ে রাখার। সপ্তাহে দুইদিন নিয়ম করে রোজা রাখে। আজও রোজা। ইফতার রেডি, আসরের নামাজ পড়ে বসেছিল।
কিছুক্ষণ পর স্বামী আহাদ ও ছোট ভাই দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে মোহনার মৃতদেহ।
পুলিশ আসে আত্মীয় স্বজন কাছাকাছি থাকে তারা ছুটে এলো। মোহনার শরীর তখনও গরম। ডাক্তার জানালেন পাঁচ ছয়মিনিট আগে মারা গেছে। গলায় সবুজ ওড়নার দাগ। স্বামীর একটাই কথা আত্মহত্যা করেছে। দরজা খুলেছিল না বলে শ্যালককে ফোন দেয়। শাশুড়িও আসে। পুলিশের সামনে আহাদের পকেট থেকে ঘরের চাবি বের করে যা সবসময় থাকে।
পুলিশ সারা ঘর সার্চ করে গেস্ট রুমে একটি ডায়েরি পায়। যেখানে লেখা আছে, আমার মৃত্যু হলে আমার স্বামী ও শ্বশুরের যেন উপযুক্ত বিচার হয়।
Add Comment