- সাময়িকী: শুক্র ও শনিবার
-হোসনেয়ারা বেগম
গিয়েছ তো গিয়েছই
ফিরে আসার টালবাহানা কেন আর তবে?
শিকল কাটা পাখিটি দেখোনি
কতদিন কার্ণিশে পড়েছিল জুবুথুবু মুখে?
ঘরভাঙ্গা সঙ্গিনীর প্রতিশোধে!
কোনো কোনো ভরসন্ধ্যায় আমিও
অবুঝ স্মৃতির কাছে নতজানু হয়েছি
অঝোরে কেঁদেছি রাত্রির হাত ধরে।
বিদিশার দিশা একফালি চাঁদও ছিলনা
সেদিন আকাশে।
বিনীত বিনয়ে সেদিন শুধু
অজুত নক্ষত্রের কাছে
কৃষ্ণ বিবর হতে মুক্তির ছায়াপথ খুঁজেছি।
আকুল আবেদনে
অনন্ত বিরহকেই সঙ্গী করেছি;
তুমি ছাড়া সেই আমি
সহস্র নটিক্যাল মাইল পাড় হয়ে
দিগ্ব-দিগন্তে ঘুরে ঘুরে
এই শ্যামলে ঘাঁট বেঁধেছি।
জীবনের কাছে জীবন সঁপে
নিরুদ্বেগে একাকী
মহাসুখেই আছি।
Add Comment