সাময়িকী: শুক্র ও শনিবার
২৭ মে ২০২২
-ইসরাত জাহান ঝুম
তোমার দিকে তাকিয়ে আমি রহস্য খুঁজি
একদিন স্মরণে এসেছিল
তুমি চেয়েছিলে বিচ্ছিনতার একটি রাজপথ
মিছিলে জড়িয়ে ছিলে যত চিৎকার
হাজার পায়ের ভিড়ে হারিয়েছিল আমাদের পথচলা,
সেই তুমি কি করে আবার ভালবেসেছিলে বৃষ্টির মত করে
রেশমের আদরে লাল নীল সবুজ রঙে এঁকে ছিলে বুকের ভূপৃষ্ঠ ।
এক এক করে কেড়ে নিয়েছিলে পৃথিবীর সকল স্পর্শ
যাবতীয় বধির তৃষ্ণা গুলোকে দিয়েছিলে বিদায়
মাটির ঘ্রাণ ছিল অবিনশ্বর
মৃত বৃক্ষ গুলোও দাঁড়িয়েছে প্রাণ লয়ে ;
চমকে উঠেছিলাম প্রজাপতি হয়ে
যখন রঙিন হাওয়াতে দুলে উঠেছিলে পুষ্প বিহঙ্গ
রঙে রঙে ছড়িয়েছিলাম মোহনায় বয়ে যাওয়া শীতল স্রোত সেই স্রোতে শরীরের প্রতিটি শাখা যেন
অজ্ঞাত অসুখে ডুবে দিশেহারা।
Add Comment