সাময়িকী : শুক্র ও শনিবার
২৬ জুন ২০২২
-হালিম নজরুল
সকাল বিকাল খুব মমতায় ডাকে আমায় কেউ?
সেই তো প্রিয় পদ্মা নদীর উছলে পড়া ঢেউ।
তার বাঁকা জল ঢেউ টলমল মায়ায় ভরা বুক
ছড়িয়ে দেয় আমার বুকে অপার অসীম সুখ।
আমরা থাকি এই পারেতে ওপার নানুর বাড়ি
তাই বুঝি ওই অবুঝ নদী টানতে থাকে নাড়ি।
সন্ধ্যা সকাল ইচ্ছে করে যাই ছুটে ওই পারে
কিন্তু যাব কেমন করে শুধাই যারে তারে।
ইচ্ছে হলেও পারি না তো নানার বাড়ি যেতে
সখি আমার শত্রু সাজে ঢেউয়ের তালে মেতে।
পার হওয়া নয় সহজ কথা গহীন গাঙের পথ
তাই থেমে যায় আনন্দময় ইচ্ছেগুলোর রথ।
সবাই বলে ‘বোকা মেয়ে, জানিসনে কি তুই !
আমরা এখন এপার ওপার এক নিমিষে ছুঁই।
প্রমত্তা ওই পদ্মাবুকে বসেছে এক পরী !
তাই তো এখন ওপার যেতে আর লাগে না তরী।
তার পাখাতে ভর করে দূর নানার বাড়ি গিয়ে
সন্ধ্যা সকাল উঠবি মেতে সকল সাথী নিয়ে।
সেই পরীটাই “পদ্মা সেতু” বিনিসুঁতার মালা
এপার ওপার এক করে সে এনেছে সুখপালা।
Add Comment