সাময়িকী : শুক্র ও শনিবার
০১ জুলাই ২০২২
-সৌমিত বসু
একটা সেতু জলের উপর শান্ত শুয়ে
একটা সেতু আকাশ থেকে কান্না নামায়
একটা সেতু স্বপ্নগুলো পুঁটলি করে
ইতিহাসের গুহার ভেতর আলতো টাঙায়।
বন্ধু আমার দূর শহরের প্রতিবেশী
তোমার প্রেমিক আমার আদর যোজন দূরে
পদ্মা এখন নয় সীমাহীন অপেক্ষারাত
একটা সেতু দাবার চালে, জয় মুঠোতে।
প্রতিবেশীর ঘুমের ভেতর একটা সেতু
একটা সেতু এপার-ওপার হৃদয় জোড়ে।
Add Comment