কবিতা

‘সেন্সর’

সাময়িকী: শুক্র ও শনিবার

-মুকুল

প্লিজ ছোট করে লিখুন ??
প্লিজ সেন্সর করে লিখুন??
ভাঙ্গা ব্রিজের উপরে দাঁড়িয়ে,
তামাটে স্বপ্নে বিভোর হচ্ছিলাম বারবার।
কিছুটা দূরে, ঝিলের পানিতে,
অল্প স্রোতে কচুরিপানার দল ছুটে চলছিল, দণ্ডায়মান ছিল শাপলা ফুলের দল।
কচুরিপানার ওই দলে কিছুকিছু কচুরিপানা ফুলও ছিল,
কচুরিপানা ফুলগুলো নাচতে নাচতে চলে যাওয়ার পথে, শাপলা ফুল গুলোকে একটু ছুঁয়ে দিলো।
আচ্ছা কচুরিপানা ফুলের সাথে, শাপলা ফুলের কি কথা হলো ?? কি কথা হতে পারে ??
একটু জানা যেত যদি!!
একটা পানকৌড়িও খেলা করছিল ঝিলের পানিতে,
কিছুক্ষণ পরপর খাদ্যের অন্বেষণে ডুবসাঁতার দিচ্ছিল।
আচ্ছা পানকৌড়িটি কি মাছ ধরতে পেরেছিল??
একটু জানা যেত যদি!!
ক্লান্ত শরীর নিয়ে হঠাৎ উড়াল দিলো পানকৌড়িটি,
কাছেই একটা নিঃসঙ্গ বাঁশের উপর বসলো,
ডানা দুটি মেলে দিলো,
তীব্র রোদেলা দুপুরে,
পানকৌড়ির ভেজা শরীর..
ভেজা ডানা..
শুকাতে পেরেছিল কি???
একটু জানা যেত যদি!!
জানা হলো না কিছুই !!!
লেখালেখিতে এখন সেন্সর করতে বলা হয় আমাকে ।
যদি ধর্ষিতাদের নিয়ে লিখি ,
তাতে নাকি শব্দরা লজ্জা পায় ,
যদি পলিটিক্স নিয়ে লিখি,
তাহলে আমাকে নাকি জেলে যেতে হবে,
যদি ধর্ম নিয়ে লিখি,
আমি কঠোর আস্তিক অথবা কঠোর নাস্তিকের খাতায় পড়ে যাব!!
কেন এত সেন্সর লেখালেখিতে??
আমার কলমের রক্ত রং কালিকে,
তোরা রক্ত শূন্য করে দিতে চাস ?
আমার কলম কে তোরা কঙ্কাল করে দিতে চাস?? জানিসনা কলম, কঙ্কাল হয়না কখনো,
আবার যদি লেখালেখিতে আমাকে সেন্সর করতে বলিস!!
আমার কঙ্কাল কলম দিয়ে,
তোর মানচিত্রকে কঙ্কাল করে দেব,
কোথাও একফোঁটা সবুজ খুঁজে পাবি না।
কলমের সব লাল রং কালী মানচিত্রের বুকের জমিনে বিছিয়ে দেব।
গুনতে পারবিতো কলমের রক্তের লাল রং ফোঁটাগুলো?
মাঝে মাঝে,
বিজ্ঞানের গভীরে,
নিজেকে লুকিয়ে ফেলতে ইচ্ছে করে।
জীবনকে গাঁথতে ইচ্ছা করে
হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্রে,
কোয়ান্টাম ফ্লাক্সুয়েশনে জীবন গড়া যায় কি??
কিংবা কোয়ান্টাম এনটেঙ্গলমেন্টে !!
লেপ্টোজেনেসিস বড্ড উন্মুখ চিন্তা,
সুপার সিমেট্রি আর ওয়ার সিমেট্রির মধ্যে বিস্তর তফাৎ?
তামাটে স্বপ্ন ভাঙ্গলে, কলম থামিয়ে দিলে,
আমি কবরে যাওয়ার জন্য উন্মুখ হব বারবার।।
বেরিওজেনেসিস এবং মহাবিশ্বের উৎপত্তি,
তখন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে আমার কাছে।
বাস্তবতা বা রিয়েলিটিতে আমি নিজেকে এক বিস্ময়কর ভাবে দাঁড় করিয়ে দিব।
আমি সেন্সর বিহীন হতে চাই।
আন্তগ্যালাকটিক ভ্রমন কারো স্বপ্ন হতে পারে, কিন্তু আমার জন্য সেটা নিষিদ্ধ পল্লী ।
এমনকি আমার আনন্দ যন্ত্রটা, আনন্দ মহলে প্রবেশ করানোর শূন্যতম সম্ভাবনা বিরাজ করে না,
যতটা ইচ্ছে করে কলম আঁচড়াতে।
আমি ব্ল্যাক হোলে সময় কাটাতে চাই শুধু সেন্সর বিহীন লেখার জন্য।
সমস্ত ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি নিয়ে আমি উন্মুক্ত লিখতে চাই!!
সমস্যা হলে তুমি আমার লেখা পোড়োনা বা আবৃত্তিও করোনা ।
ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছাতেই আমার বসবাস,
আমার কনসাসনেন্স নিয়ে তোমার চিন্তা না করলেও চলবে।
আমার তামাটে স্বপ্ন আমাতেই থাক,
সত্যিই আমি খুবই দুঃখিত,
আমি ছোট করেও লিখতে পারিনা!!
আমি সেন্সর করেও লিখতে পারিনা!!
তুমি না হয় অন্য কাউকে..
করো ছোট..
করো সেন্সর !!!

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930