সাময়িকী: শুক্র ও শনিবার
-নাসরিন আক্তার
জীবনের কাছে ঋণ নিয়ে বেঁচে আছি
বেঁচে আছি পথ চেয়ে,
সব বাঁধা অতিক্রম করে আসবেই
আসবে একমুঠো জীবন নিয়ে
নিঃশ্বাসের কাছাকাছি।
সুদীর্ঘ ছায়াপথ মাড়িয়ে স্বপ্নালু নয়নে
সাদা ঘুড়িতে ছড়িয়ে দিয়ে রঙের প্রলেপ,
সযতনে তুলে রেখেছি প্রেম
নৈমিত্তিক হবেই- আড়মোড়া,জানালা খুলে দেওয়া প্রাতঃ,
ছুটে বেড়ানো ঘড়ি কাঁটার এলার্মের আক্ষেপ।
জলাবদ্ধতায় বন্দি পানির মত নিস্তরঙ্গ জীবন
থিতিয়ে যাওয়া দেহমন
অনিশ্চয়তার চিনেজোঁক সরিয়ে নরম হলুদ রোদে
রোপে দেই নতুন দিনের বীজকণা
ক্যালেন্ডারের গোল দাগে তুমি,
তোমার জন্য সন্তরণ…
মন যতন
Add Comment