সাময়িকী: শুক্র ও শনিবার
২৬ নভেম্বর ২০২১
-শকুন্তলা সান্যাল
আমি রডোড্রেনডন দেখেছি, ভালবেসেছিলাম কৃষ্ণ চূড়ায়
সে গাছ থেকে আজ বসন্তবাউরি এখানে
কার্নিসে উড়ে আসে।
কোনো এক গুরুজন বলেছিলেন
ঘরের উঠানে কৃষ্ণচূড়া আর রাধাচূড়া বসাতে নেই,
গতকাল এক পড়শি বললেন রাধা আর মাধব একসাথে দর্শন করে কাজে যাও
সবকিছু ভালো হবে।
এসব কথাই আমার কানে জলশব্দ হয়ে আসে,
আর তার ছলাৎ ছল তার টইটম্বুর ডমরু অথবা তার
বাতাস নির্ভর সোঁ সোঁ
আমায় ডোবায় ভাসায় আমায় বাষ্পীয় করে,
আমি ছুটে যাই অর্জুন ফিরে গেছে যে পথে..
আমি মাটির নীচে নীচে সূর্যের চোখ বাঁচিয়ে
ছুটে ছুটে যাই,যেখানে অর্জুন চিত্রাঙ্গদার সাথে আছে…
আমি রডোড্রেনডন দেখেছি,
তবু আবার আবার চিত্রাঙ্গদার স্বনির্ভর রূপ দেখতে ইচ্ছে করে…
আমি নবনীতা দেবসেন পড়েছি
মল্লিকা সেনগুপ্ত পড়েছি
কৃষ্ণা বসুর মুখে কবিতা শুনেছি
ভালো লাগে,
বেশ ভালো লাগে ..
ক্লোরোফিলে আমার চারুকলা জাগে।
স্বনির্ভর গোষ্ঠীর মতো বিড়ি বাঁধা পায়…
Add Comment