১১ আক্টোবর ২০২১
দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত দশই অক্টোবর রবিবার স্বনামধন্য চিত্রগ্রাহক সমীর কুশারী পাড়ি জমান না ফেরার দেশে। তার আত্নার শান্তি প্রার্থনা করি। কিডনির জটিলতায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অনেক দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।
১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে চিত্রগ্রাহক হিসেবে যোগদান করেন সমীর কুশারী। ২০০৯ সালে ‘পরিচালক ফটোগ্রাফি’ পদে থাকা অবস্থায় অবসরগ্রহণ করেন। এরপর বেশ কিছু বছর দেশ টিভিতে কর্মরত ছিলেন তিনি। ১৯৮৪ সালে বেলজিয়াম সরকারের বৃত্তি নিয়ে কালার ফটোগ্রাফি ও লাইটিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন। ১৯৮৫ সালে ইউএনডিপির হয়ে মালয়েশিয়ায় প্রশিক্ষণ নিয়ে এশিয়ান ব্রডকাস্টিং ইউনিটে যোগ দেন। বিটিভির কালজয়ী অনেক নাটক, তথ্যচিত্র, জনপ্রিয় বিভিন্ন ধরনের ম্যাগাজিন অনুষ্ঠানের চিত্রগ্রাহক তিনি। বিটিভির আলোচিত ধারাবাহিক নাটক সংসপ্তক তার মধ্য অন্যতম।
বাংলাদের অধিকাংশ টেলিভিশনের চিত্রগ্রাহক নিয়গ পরিক্ষা তার মাধ্যমেই অনুষ্ঠিত হয়েছিলো।
গুনী এই মানুষটির প্রয়াণে চিত্রগ্রাহক পরিবারে শোকের ছায়া নেমে আসে।
আল মাসুম সবুজ
সংবাদ ও সাংস্কৃতিক কর্মী
Add Comment