হ্যালোডেস্ক
২৯ আগস্ট ২০২২
মোহাম্মদ মিঠুন মিয়া সঙ্গীতের মানুষ, স্বপ্ন দেখেন সঙ্গীত নিয়ে। মিঠুন মিয়া নিজে একজন পেশাদার ড্রামস বাদক। পাঁচ বোনের এক ভাই মোহাম্মদ মিঠুন। বোনদের থেকে যেমন স্নেহ পেয়েছেন ঠিক তেমনি সকলের দায়িত্বও ছিল মিঠুনের উপর। সহজেই অনুমেয় সঙ্গীতের যাত্রা তার সহজ ছিল না। সকল বাঁধা অতিক্রম করে মিঠুন দেশের একজন পরিপূর্ণ ড্রামস বাদক। নিয়মিত ড্রামস বাজান দেশের বিভিন্ন মঞ্চে।
জনপ্রিয় প্রচার মাধ্যম ইউটিউবের অসংখ্য গানের তাল স্রষ্টা মোহাম্মদ মিঠুন মিয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমী এবং দেশ বরেণ্য অনেক সঙ্গীত একাডেমীতে রয়েছে তার কর্ম উপস্থিতি।
গুনি এই সঙ্গীতজ্ঞের জন্ম চাঁদপুরের কচুয়া উপজেলায়। বেড়ে উঠেছেন ঢাকা জেলার সাভার উপজেলায়। আমাদের প্রতিবেদককে মিঠুন মিয়া সঙ্গীত নিয়ে তার পরিকল্পনার কথা জানান। তিনি আরো জানান ড্রামস বাজিয়ে দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত তিনি।
পেয়েছেন দেশ সেরা সঙ্গীতজ্ঞদের থেকে প্রশংসা। মিঠুন মনে করেন এটাই তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।
Add Comment