সাময়িকী: শুক্র ও শনিবার
-রুমানা আখতার
জীবনের গল্পগুলো তোমায় নিয়ে হোক বা না হোক
আমার সব কবিতা তোমার নামেই উৎসর্গ করি।
গাঢ় রঙ দিয়ে তোমার ছবি যদি আঁকতে নাই পারি,
আবছায়া জলরঙে এঁকে যাই তোমার প্রেমের স্বর্গ!
কৃষ্ণচূড়ার রক্তিম আবেগ তোমায় মাখতে গিয়েও থমকে দাঁড়াই ,
জারুল রঙা তোমায় তুলে খোঁপা সাজাই !
প্রখর রৌদ্রতাপে পুড়ে গিয়ে যখন চাতক নয়ন তুলি ,
বৃষ্টির খোঁজে তোমার প্রেমের সোঁদা গন্ধে মাতাল হই!
পথ চলতে গিয়ে থমকে যাওয়া পায়ের প্রার্থনায় শুনি ,
হেঁটে যেতে চায় তারা কেবল তোমারই আলপথ বেয়ে !
এক জীবনের চলায় যদি তোমার পথ আর না হাঁটা হয়
তবু অন্য কোন জীবনের আশায় থাকি অধীর অপেক্ষায়।
গ্রীষ্মের ঝড়ে উপড়ে যেতে চাওয়া একাকী শেকড়ের কান্নায়
আমি তোমারই বর্ষার ঢল দিকে আকুল নয়ন বিছাই।
তুমি তো কেউ নও আমার,আমিও নই তোমার কিছু ,
তবু তোমার নামেই জ্বালাই স্বপ্নমায়ার প্রদীপ !
Add Comment