সাময়িকী : শুক্র ও শনিবার
-রুমানা আখতার
২৭ আগস্ট ২০২১
কত স্বপ্ন আর আশা নিয়ে মনঘুড়িটা হাওয়ায় ভাসে,
উড়ে উড়ে ছুঁতে চায় নীল আকাশের ছড়ানো প্রান্তর !
মনখুশিতে ভাসতে চায় অসীমের ভালবাসা মায়ায়,
ঘুড়ি ছুঁয়ে ছুঁয়ে দেখতে চায় মেঘের রেশমী আদর।
পাখিদের সাথে মিতালী করে ঘুরতে চায় দিক দিগন্তে !
সে ভুলে যায় কিংবা হয়তো ইচ্ছে করেই ভুলে যেতে চায়
তার লেজে বাঁধা সুতোর অস্বস্তিকর অস্তি ত্ব গাঁথা !
নাটাই ধরে রাখা অদৃশ্য কিন্তু বড্ড বেশি বাঙময় সত্ত্বার
অমোঘ টানে ফিরিয়ে ডেকে নেওয়ার অসীম ক্ষমতা !
ওড়ার অনুমতি দানকারীর দুর্লঙ্ঘ্য অলি্খিত আদেশ !
ওড়ে ঘুড়ি, মাতাল, দিগ্বিদিক জ্ঞানশুন্য পাগল ঘুড়ি,
ওড়ে ওড়ে আর মনে মনে মুক্তির দিন গুনতে থাকে কড়ে !
একসময় পট করে ছিঁড়ে যায় মন ঘুড়ির পায়ের শেকল।
মুক্ত ঘুড়ি ওড়ে, কিন্তু কিছুতেই আকাশ ছুঁতে পায়না আর,
মুখ থুবড়ে পৃথিবীর মায়ার কাছে ফিরে আত্মসমর্পন করে-
ক্লান্ত, পরাজিত, হৃদয়ভাঙ্গা এক ছেঁড়া ঘুড়ি !
Add Comment