আমি বাঙালি
আমি বাংলা মায়ের সন্তান
বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার প্রান,
বাংলা আমার জীবন মরন
বাংলা আমার সব
বাংলা মায়ের মুখের ভাষা
বাংলা-ই আমার আলোর দিশা।
আমার বাবা আমার মা
আমার ভাই বোন
আমার দেশ বাংলাদেশ হৃদয় সম্ভ্রম,
আকাশ তলে রৌদ্র ছায়ায়
দুরন্তপনার শ্যামল সজ্জায়
সবাই মিলে ছোট্ট ঘড়ে থাকিতাম আমরা
আহা! কি বেশ!
আমার বড় স্বপ্ন ছিল
পরাশোনার ইচ্ছা ছিল
অর্থ করি নাইবা ছিল
তবু তোমার মতোই স্বপ্ন ছিল,
বাবা আমার পাটনি
মা আমার মাধুকার
বোন আমার ছোট্ট মনি
নাম তার হাসুমনি।
পাড়ার ছেলে হেসে খেলে
স্কুলে যায় সকাল হলে
আমি যাই মাঠের ধারে
গরু পালের সবুজ ঘাসে,
বাড়ির পাশে বাসু মনি
আমায় বুঝি বাসতো ভালো
কাছে এসে বসতো পাশে
হাসতো আমায় অদু বলে।
নিরট প্রেমের ছন্দ তালে
গল্প জাগতো দুজন হলে
ধানের খেতে শরু পথে
মেঘের ছায়া চলছে দূরে,
রাখিতাম তারে নয়ন মনের গহীন কোনে
বাসিতাম তারে এতই ভালো
মন সে জানে হৃদয় টানে!
যখন আমি হাটখোলাতে
যুদ্ধ শুনি সবার মুখে
রেডিও শুনে সবাই বলে
যুদ্ধ হবে দেশ জুরে,
পশ্চিম পাকিস্তানের নীপিরনে
দেশ চলছে রশাতলে
জানি আমি আগেই তবে
আজ শুনি নতুন করে।
যুদ্ধ হবে পশ্চিম পাকিস্তানী আক্রমণের বিরুদ্ধে
সবাই মিলে যুদ্ধ করব
দেশটাকে স্বাধীন করব,
আমরা সবাই যুদ্ধে নামি
ঘুরে ঘুরে যুদ্ধ করি
কত মানুষ জীবন দিলো
চোখের সামনে মরে গেলো!
মুসলমান হয়ে তারা
দেমাক করলো হিসাব ছাড়া
মা বোনদের ইজ্জত কেরে
মেরে ফেললো অকাতরে,
কত শিশু মায়ের কোলে
নিশ্বঃ হলো জীবন তরে
নয় মাস যুদ্ধ শেষে
দেশটা স্বাধীন করে
মুক্ত হলাম অবশেষে!
কিন্তু আজও আমি বেঁচে আছি
পথের মাঝে হোঁচট খাচ্ছি
কারো দেখা নাহি পেলাম
পেলাম না সেই ভালোবাসা,
আমার বড় সপ্ন ছিল
পড়াশোনার ইচ্ছা ছিল
সপ্ন নাহি পূর্ণ হলো
কাছের মানুষ হারিয়ে গেলো!!
Add Comment