সাময়িকী: শুক্র ও শনিবার
-ইন্দ্রনীল সেনগুপ্ত, কলকাতা
আমি অপরিবর্তিত দর্শক, দ্রুত দৃশ্য পালটায়;
কে টেনে যাচ্ছে ফিল্মের রিল খুব গতিময়;
আমি তো সময়ের নির্বাচিত নই,
সময় ঘুরপাক খাচ্ছে আমাকে ঘিরে।
এমনিতে করি না কিছু, ভাবি আরও কম;
দুনিয়া পালটায় দ্রুত, মূল্যবোধ এমন পালটায়
অনেকে জলাঞ্জলি ভাবে; আমি ততটা হতাশ নই,
সনাতন মত আঁকড়ে থাকলে হবে?
তবু, কে দাঁড়াবে পাশে, প্রতিটি সংবেদীর কপালে
একাকীত্ব লেখা থাকে।
শ্রুতিমধুর প্রেম কাহিনী বলি না আজকাল;
বড় বেখাপ্পা লাগে, বিনা অপরাধে যদি আত্মহত্যা
করে কৃষক, বিনা প্ররোচনায় প্রতিবাদী মরে,
আমি কোন ছাড় অ্যালেকজান্ডার
এভাবে কতদিন ছাড়া পেয়ে যাব
আসন্ন মৃত্যুর চুম্বন থেকে!
সব ভালো নেই, সব ভালো নেই,
বিপন্ন মানুষ কাঁদে;
জানি তুমি করতে পারবে না কিছুই,
আমিও কেঁদে মরি মিছে,
আসল আলো নেই,
ছুটি জোনাকি আলেয়ার পিছে;
এ জগত চালায় জগন্নাথ,
কে যেন তার হাত ভেঙে ঠুঁটো করে গেছে।
Add Comment