স্মৃতি পটে দোলা দেয় নিরবধি বর্ষার জোয়ারে থৈ থৈ যৌবনা কালী নদী।
দেখি না কতকাল আমার গাঁয়ের বর্ষাকাল।
নদীতে নৌকো ভাসিয়ে দেখিনা বর্ষার গোধূলি,
পশ্চিম আকাশে সাজে যখন সন্ধ্যার রঙ্গুলী!
দেখি না বর্ষাজলে কানায় কানায় টুইটুম্বুর খাল,
দলবেঁধে ফেলতে দেখি না নদীতে জেলের জাল।
গ্রাম্য দূরন্ত কিশোর কিশোরীকে,
আনন্দ উল্লাসে লাফিয়ে পড়তে দেখিনা দল বেঁধে বাঁশের সাঁকো থেকে।
কতকাল দেখিনা বর্ষায় ডুবে যাওয়া বাড়ির পিছনের বিলের দুইকূল,
সেখানে ভেসে থাকা শালুকের পাতা,
আর প্রস্ফুটিত পদ্ম, শাপলা ফুল।
ছবি: সংগৃহীত
দেখিনা বহুদিন ধরে, জলে ডুব দিয়ে বুড়িহাঁস মাছ নিয়ে যায় উড়ে।
হংসমিথুন ভাসতে দেখি না গলাগলি করে, বর্ষার পানিতে ভরপুর পুকুরে।
ভেলা ভাসাই না বিলের জলে নির্জন দূপুরে, অহেতুক একাকী আনমনে বসে থাকি না মাঝ বিলে ছোট নৌকার উপরে।
কতকাল তুলতে যাই না কলমী, শাপলা শালুক নৌকা নিয়ে বিল পেরিয়ে অনেক দূরে।
শৈশবের সেই মধুর স্মৃতি, থেমে থেমে আজ কেবলই মনে পড়ে।
-আলেয়া আরমিন (আলো)
Add Comment