বিশেষ প্রতিনিধি: ফজলুল হক
২৯ সেপ্টেম্বর ২০২৩
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উদ্ভোধন হলো চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার আইন্দিপুরে “প্রবাসীকল্যাণ ফুটবল টুর্নামেন্ট ২০২৩”।
১৬ টি দলের অংশগ্রহণে নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে অর্থায়ন করছে এলাকার প্রবাসী তরুন সমাজ এবং স্থানীয় ক্রীড়া উদ্দোক্তাগণ।
চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য যথাক্রমে ৮০ হাজার এবং ৬০ হাজার টাকা প্রাইজমানিসহ উভয় দলকে ট্রফি প্রদান করা হবে।
যুবসমাজকে খেলাধূলায় উৎসাহিত করার পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গঠনে সহায়ক হিসেবে খেলার আয়োজন করেন আইন্দিপুরের ক্রীড়ানুরাগী ব্যাক্তিবর্গ। যাদের সমন্বিত প্রয়াশে এলাকায় তৈরি হয়েছে একটি ফুটবল খেলার মাঠ।
স্থানীয় ও কেন্দ্রীয় সহযোগিতা পেলে এ ধরণের উদ্যোগ আরো গতিময় হবে বলে মনে করেন এলাকাবাসি। টুর্নামেন্টের উদ্ভোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব নঈম হাসান জোয়ারদার।
আবদুল মোমেনের সভাপতিত্বে আয়োজকদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী জাহাঙ্গীর আলম, মোঃ সাহারুল ইসলাম, মঞ্জুর রহমান ও চিত্রসাংবাদিক ফজলুল হক প্রমুখ।
আগামী ৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্ভোধনী ম্যাচে খোরদ একাদশকে ৪-০ গোলে কুলপালা গ্রামকে পরাজিত করে।
Add Comment