-জুয়েল মোস্তাফিজ
আমার মরা মরার আগেই
তোমার ঘরে জন্মায় খুনি…
আমার বৃষ্টি নামার আগে
আকাশে হয় মেঘ চুরি…
আমি কি তোমার পাশে বসে লাশের
আসল নামখানা জানতে পারি?
আমার অনেক সমস্যা… কারণ?
মাই নেম ইজ জুয়েল মোস্তাফিজ…
রক্তকে তোমরা লাল বলো?
ঘড়িকে বলো সময়?
এখনো রাতকে বলো অন্ধকার?
টুথপেস্টের ফেনায় গলে যাচ্ছে
ভোর… চাবুকের চোটে
কাতরাচ্ছে জীবনের যোহর-আসর…
ধান জানে না সমাধান,
নৌকা চিনে না কিনারা…
আমার ছায়া তোমার রোদে
জবাই হওয়া কবুতর…
তুমিও কি আমার মতো?
তোমারও কি অজু থেকে খসে
পড়ে মা-মাটির প্রার্থনা?…
তোমার নাম কি?
দেহ থেকে ছিটকে পড়া লাশ;
তোমাকে কারা মানুষ বলে?
পাথর থেকে পালিয়ে আসা আঘাত;
তোমাকে কারা প্রেম বলে?
ও আমার মানুষেরা উদ্ভাসিত
আলোর ভেতর তুমি এক গোপন খুনি!
আমার অনেক সমস্যা…
উড়ার আগেই আকাশটা চুসে খায়
আমার পাখির ডানা…
পাকার আগেই আমার বুক থেকে
খসে পড়ে সবুজ পেপে…
ঘুমের আগেই চুরি হয়ে যায় আমার স্বপ্ন…
Add Comment