সাময়িকী: শুক্র ও শনিবার
-মানিক মোহাম্মদ রাজ্জাক
হাজারের ঘরে নাই তাতে কিবা আসে যায়
আমাদের স্বপ্নেরা দোলা খাক সমুচায়
বইগুলো বুড়া হোক পড়ে থেকে তাকেতে
উইপোকা উড়ে যাক তারই ফাঁকে ফাঁকেতে
আশাবাদী ছাত্ররা হাতে নিয়ে হাতিয়ার
হয়ে যাক চারপায়া, লাশ নেয়া খাটিয়ার
ছাত্রীরা ছাতু খাক নেকাবের আড়ালে
কিছু তার দিক ছাড় কেউ হাত বাড়ালে
জ্ঞান দান ছেড়ে গুরু টক-এ হোক ব্যস্ত
শিক্ষাতো হয়ে আছে গাইডে-ই ন্যস্ত
দলাদলি নিয়ে তারা মরে যাক দাস্তে
করবে না নিবেদন কেউ ক্লাসে আসতে
হাজারের ঘরে থাকা নিয়ে নাই চিন্তা
ছা আর ছমুচাতে চলে যাবে দিনটা।
Add Comment