সাময়িকী : শুক্র ও শনিবার
২৬ আগস্ট ২০২২
-শিপন শাহরিয়ার
হাজার বছর ধরে আমি পথ চলিতেছি;
পিছনে ফেলে রেখে অগনিত ব্যাথার স্মৃতি।
হারিয়েছি বুকের পাঁজর, চোখের কাজল,
দিয়ে এসেছি বিসর্জন,অনেক প্রিয়জন।
সময়ের কাছে করে; সকল কিছু সমর্পন।
কতটা তীব্র কষ্ট আর দম বন্ধ হয়ে যাওয়া
বেদনাকে সঙ্গে নিয়ে বেড়িয়েছি অজানা পথে,
তোমরা তা কোনদিন জানতেও পারবে না!
যায়াবর হয়ে এই মধ্য বয়সে ছুটে চলেছি
দ্বিকবিদিক, শূন্যে থেকে মরুভূমির উত্তপ্ত
বালুরাশি মাড়িয়ে, দূর্গম গিরি,আর বন্ধুর পথ,
কোথাও থামিনী দু’দন্ড, না করেছি জলপান!!
ছোট্ট একটা ভেলায় ভেসে ভেসে সাগরের
নীল জলে বিশ্রামহীন এই নিরুদ্দেশ যাত্রা
কোথাও থামেনী,আমার এ ছুটে চলা- কোন
এক নির্দিষ্ট গন্তব্যে নয়; আমার কোন স্থির
ঠিকানা নেই, তাই ভেলা ভেড়াবার নেই তাড়া!
আমি নিঃসীম শূন্যতায় ভেসে চলা এক
দ্বিকভ্রান্ত নাবিক যেন;
গোধূলির এই আবেগী সন্ধায় ; তবুও মনে পড়ে
প্রিয়মুখ! অস্পষ্ট ভেসে ওঠে, স্মৃতির ক্যানভাঁসে।
এভাবে চলতে চলতে বুঝে গেছি জীবন;
কতটা মায়াময় স্মৃতির তীব্র দহনে মানুষ
মরেও বেঁচে থাকতে পারে,মরুভূমিতে!
মানুষের চেয়ে বড় কোন লড়াই করে না
প্রকৃতির কোন প্রাণী ; অস্তিত্বের সংকটে!
সর্বহারা আমি কি বেঁচে আছি আদৌ??
নাকি মরে গিয়ে বেঁচে আছি; নিঃসঙ্গতায়??
সময় চলেছে বহিয়া; স্রোতের নিয়ম মানিয়া,
হে প্রভূ, তবু ও ডাকিনী কভু; কিছু চাহিয়া।
কোথাও বাঁধিনি ঘর, খুঁজিনী কোন আশ্রয় ;
মনে জমেছে ভয়, বুকেতে বেঁধে দ্বিধা,সংশয়।
কখন আবার কাল বৈশাখীতে হবে এলোমেলো,
তারচেয়ে ;একাকী এইতো আছি তো বেশ ভালো।
লোনাজলে ভেসে চলেছি;এক বন্দর থেকে অন্যখানে,
কত শত মানুষ দেখি; চেনা জানা কেউ নেই সেখানে!!
এইতো বেশ আছি, নেই কোন শৃঙ্খল, অন্য রকম সুখে,
হারায়ে সবকিছু আজ,নিজেই খুঁজে বেড়াই নিজেকে।
Add Comment