সাময়িকী : শুক্র ও শনিবার
২১ জানুয়ারি ২০২২
-নাসরিন সিমি
হাতছানি দিয়ে ডাকে সেই দুপুর
অনাদরের মেঘ বৃষ্টি নাহয়ে উড়ে গেল
নদীটা শুকিয়ে যেতে যেতে হঠাৎ দু’কূল ছাপিয়ে প্লাবিত করে গাঁয়ের যতো মেহগনি আর রেইন-ট্রি
নরম বিকেলে হেঁটে হেঁটে ক্লান্ত আমরা
পা ছড়িয়ে বসে থাকতাম রেইন-ট্রি র নিচে
টুপটাপ ঝরে যায় দু’একটা হলুদ বিবর্ণ পাতা
হাতছানি দিয়ে ডাকে সেই দুপুর
শহরের রাস্তায় যতো কৃষ্ণচূড়া ছিলো
থমকে গেছে পাখিদের অনাদরে, মোটরের কালো ধোঁয়ায়
রডডেনড্রন ফুলের একটাও ছবি খুঁজে পাইনি
স্টিয়ারিং এ তোমার দুর্দান্ত হাতের গতি
তোমার বাম উরুতে ডান হাতের দুষ্টুমি ভালোবাসার দিনগুলো কী উড়ে গেছে
হাতছানি দিয়ে ডাকে বিষণ্ণ বিকেল।
Add Comment