ছড়া

হারু বাবু কড়চা

সাময়িকী: শুক্র ও শনিবার

-গীতশ্রী সিনহা (কলকাতা)

হাওড়ার হারু বাবু, ফাউ নিতে সিদ্ধ,
টাকাওয়ালা কর্মঠ খোলামেলা হৃদ্য।
যাই কেনে কচুঘেঁচু শাক মূলো সজ্জা,
ফাউ তাতে নাওয়া চাই , নাই তাতে লজ্জা।
আট আনার মিঠাই এ ফাউ ছিল সেকালে,
সবকিছু পুরোপুরি পাল্টাবে একালে !
ফাউ নেই এটা ওটা ধুতি জুতো জামাতে,
তাতে কিছু আসে যায় ! পুরো দেবো কমাতে !
একদিন পোস্তায় পেঁয়াজ বেশ সস্তা ,
হারু বাবু নিয়ে যায় পেঁয়াজ দশ বস্তা।
ঠেলা ভাড়া, বাস ভাড়া, কতো গেল খরচা ?
নেই তাতে মাথাব্যথা… হিসাবের কড়চা ।
কলকাতা চাষ করে … পথে অলিগলিতে ,
‘চিপ রেট’ এ বেশ কিছু পাবে তার থলিতে ।
কোন তেলে ‘ ছাড় ‘ কতো, ‘ ব্রাশ ‘ কোন মাজনে ?
চৈত্রের কোথা ‘ সেল ‘ শেষ হবে গাজনে।
কম দর, ‘ গিফট ‘ ‘ ফ্রি ‘ দেয় কেউ ‘ছাড় ‘ কি ?
শুনলেই ছুটে যায় — এ-ই রোগ আর কি ??????

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

November 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930