সাময়িকী: শুক্র ও শনিবার
-শেলী সেনগুপ্তা
প্রতি পূর্ণিমাতে ছুঁয়ে দিচ্ছি চাঁদ
সুযোগ পেলেই জোৎস্নায় ঘুম
ঘুমের দেয়ালে উঁকি দেয়া
তুমি স্বপ্নের ফেরি করছো,
লোভাতুর আমি স্বপ্ন কিনে
ভরিয়ে তুলছি ভোরের গোলাঘর
উপছে পড়া গোলার সামনে
হিসেবের খাতা খুলছো,
মহাজনি দাদনে
দেনায় পূর্ণ আমি
ষোলআনা
নিজেকে দিয়েও সব দেনা শোধ হবে না,
ভাবছি
কি যায় আসে,
থাক না কিছু,
কেউ কেউ বলে
দেনাটুকু নাকি ভালোবাসা!
Add Comment