সাময়িকী: শুক্র ও শনিবার
-সোমা পাল দাস
অদ্য রাত্রিরে ভুতসমাজে সাহেব ভুতেদের শুনিলাম বাড়বাড়ন্ত, সাহেব পাড়ার অলিগলি জুড়াইয়া তেঁনারা আইজ দাপাইবেন। এহেন ভুতসমাজে সাহেবি মনোপলি কি কপিপেস্ট বাঙালির সহ্যি হয়! লালমুখো সাহেবদের ভুত হরণ করিব স্থির করিলাম। অতএব বাজার হইতে প্রমাণ সাইজের কুষ্মাণ্ড আনা হইল। (এ কাজটা কর্তা নিষ্ঠাভরে করিলেন)। ইহারপর পুত্র ছুরি দিয়া তাহার মাথার আংশিক খুলি উড়াইয়া, হাতা দিয়া তাহার মগজ কুরিয়া আনিলো। তাহারপর সেই মগজ হীন খুলি গুহায় ভৌতিক পোট্রেট খোদাই করিয়া ভৌতিক দেঁতো হাসি স্থাপিত হইল। অত:পর খালি মগজে মোমবাতি জালাইয়া মগজ আলোকিত করিবার নিমিত্তে মননিবেশ করা হইল! আহা! আমাদিগকের সকলেরি জ্ঞাত knowledge is light. যা হৌক জ্ঞান দান করিয়া, সকল বাতি নিভাইয়া অন্ধকার গড়িয়া তুলিলাম। অমনি ভুত জ্যান্ত দেঁতো হাসি হাসিয়া কহিল,
-হাউডি ল্যাসি…..???
মোক্ষম হোঁচট খাইয়া ল্যাসের তখন ভিরমি খাওয়ার জোগাড় হইল! কোনক্রমে “আগামীকাল নাহয় হাডুডু খেলব…….. কেমন! “বলিয়া এক লম্ফে বিছানায় উঠিয়া হাঁপাইতেছি! ওহো উইশ করিতে ভুলিয়া যাইতেছি! শুভ সাহেবি ভুত চতুর্দশী ‘হ্যাপ্পি ওয়ালা হ্যালুইন’! ভুত, বর্তমান ও ভবিষ্যৎ এ ভালো থাকিবেন!
কুমড়ো ভুতের জ্যান্ত ছবি দেওয়া হইল, কেমন লাগিলো, জানাইতে ভুলিবেন না।
….চাদর মুড়ি দিয়া আমি ঘুমাইতে চলিলাম।
Add Comment