হ্যালো প্রবাস

১২ বছর পর টরন্টোয় জেমসের শো

হ্যলোডেস্ক: নগরবাউলখ্যাত জনপ্রিয় সঙ্গীতশিল্পী জেমস এখন কানাডার টরন্টো শহরে অবস্থান করছেন। দীর্ঘ ১২ বছর পর তিনি টরন্টোর সঙ্গীত পিপাসুদের সুরের মূর্ছনায় মোহিত করবেন। জেমসের ব্যান্ড শো নিয়ে ইতিমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

‘দ্যা ম্যাক এন্টারটেইনমেন্ট’-এর আয়োজনে আগামী ২১ জুলাই টরন্টোয় অনুষ্ঠিত হচ্ছে ‘নগর বাউল জেমস লাইভ শো ইন টরন্টো’।

১৯০ রেইল সাইড এভিনিউর টরন্টো প্যাভিলিয়নে সন্ধ্যা ৭টা থেকে বর্ণাঢ্য এই আয়োজনের শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

দ্যা ম্যাক এন্টারটেইনমেন্টের কর্ণধার ম্যাক আজাদ জানান, নগর বাউল ব্যান্ড এবং জেমস এর হাজারো ভক্ত রয়েছে এই টরন্টোয়। প্রিয় শিল্পীর গান শুনতে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সূত্র: বিডি প্রতিদিন

 

আর্কাইভ

ক্যালেন্ডার

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930