সাময়িকী : শুক্র ও শনিবার
-দীপক বন্দ্যোপাধ্যায়
সব লিখে রাখছি
সময়ের খাতায় – কালের চাকায়
রক্তের রং – বীর্যের তেজ – শিশুর হাসি
সীমানার চৌকাট – অমানুষিকতার শাখা-প্রশাখা
পাথরের গায়ে অতীত শিলালিপি
ব্যাপারটা বুঝলেন কি বুঝলেন না
যদি বোঝেন তাহলে চিৎকার করুন
যদি না বোঝেন তাহলেও চিৎকার করুন
একবার দুহাত উপরে তুলুন
মেরুদণ্ড সোজা রাখুন
প্রচণ্ড আওয়াজে বলুন
জয় হোক- জয় হোক ভালোবাসার
জয় হোক – জয় হোক মানবিকতার
মঙ্গল বার্তা আনুক ১৪২৮
চৈতন্য ফিরুক পঞ্জিকার প্রতি পাতায়
Add Comment