হ্যালোডেস্ক
৩০ জুলাই ২০২২
২৯ জুলাই থেকে দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমা ‘হাওয়া’। মুক্তির আগে থেকেই ছবিটি ব্যাপক আগ্রহ তৈরি করতে সক্ষম হয়েছে।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডলসহ অনেকে। সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ গান প্রকাশের পর এটি মানুষের মুখে মুখে ফিরছে।
‘হাওয়া’ সিনেমার এই গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু। কথা ও সুর হাশিম মাহমুদের।
পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘‘আমার মতো করে সিনেমাটি বানিয়েছি। একটা নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছি। ছবিটি নিয়ে এত সাড়া পাবো তা ভাবিনি। ‘সাদা সাদা কালা কালা’ গানটি আমাদের এগিয়ে দিয়েছে।’’
এদিকে হাশিম মাহমুদ জানান, ছবিটির সাফল্যের দিকে তাকিয়ে আছেন তিনি। যদি সফল হয়, এটি নিয়েও তৈরি করবেন নতুন গান।
ছবিটির অন্যতম চরিত্র চঞ্চল চৌধুরী বলেন, ‘পরিচালকের প্রথম ছবি এটা। অনেক ভালোবাসা নিয়ে সিনেমাটি বানিয়েছেন। আশা করছি দর্শকরা গানটির মতোই চলচ্চিত্রটিও পছন্দ করবেন।’
মেজবাউর রহমান সুমনের কাহিনি ও সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও মেজবাউর রহমান সুমন। সিনেমাটির চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনায় সজল অলক, আবহসংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গানের সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।
Add Comment