কবিতা

লিথির তীরে

ছবি: প্রতীকী

অতএব,

আমি লিথির তীরে ফিরে যেতে চাই !
নবজাতক গাঁদা ফুলের বাগানে
যখন আমি মুকুট পরা কুঁড়ি
লিথির ওপার থেকে অপেক্ষার প্রতিপানে রোজ কেঁদেছি
আশা, আকাঙ্ক্ষায়, কল্পনায় শুধু একটা মানত জীবন ।

শৈশব, কৈশর,যৌবন বন্দক রেখে বিদ্রুপের দুনিয়ায়
মাঝে মাঝে পেয়াদা আসে সুদে আসলের হিসেব খাতা নিয়ে ।
মোহময় এ নিয়তি জীবনে স্মৃতিরা সুবল সন্ত্রাস
চাওয়া পাওয়ার হালখাতা প্রতিদিন ভারী হয়
বৈকালিক রং মাখা সময় নির্ণয়ের ভাগশেষ আমি বুঝেছি ।
অতএব, আমি লিথির তীরে ফিরে যেতে চাই ।

লিখেছেন, সাহানুর হক

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031