১. ভূতুল
তুতুল তুতুল তুতুলরে-
দোদুল দোদুল হাওয়ার গাড়ি
তুতুল গেল শশুর বাড়ি
সঙ্গে গেল ভূতুলরে।
ভূতুল ভূতুল ভূতুলরে-
ভূতুল দেখায় ভয় রে
ভয়কে করে জয় রে
চক্ষু রাঙায় পুতুলরে।
তাই না দেখে আদুল গায়ে
উঠলো ভয়ে পাখির নায়ে
পালিয়ে গেল ভূতুলরে।
২. করতোয়া
নদীর নামটি করতোয়া
ইলশেগুঁড়ি রূপোয় ধোয়া
নদী তো নয় খাল সে এখন
খালের মধ্যে ইটের খোয়া
নদীর নামটি করতোয়া।
৩. খোকন
আম্মু গেল রান্না ঘরে
খোকন করে কী?
খোকন তখন কান্না করে
ছি ছি ছি!
আব্বু গেল অফিস-কাজে
খোকন করে কী?
খোকন তখন কান্না করে
ছি ছি ছি!
-আসাদ জোবায়ের
Add Comment