-বিপ্লব রেজা
আঙিনায় এসেছে কাঁচের কাঁকন
দুইটি কিনে দে না!
লাল ফিতে তো চাইনি আবার
যেইটিই আছে থা না।
আলতা পায়ে ফিকে হয়ে গেছে,
মেহেদীর রঙ নেই-
ঠুকনো চুড়ি ফুটো হয়ে আছে
ক’দিন হল সেই,
ঠোটেতে মাখিনি চাঁপার রঙ
চাইনি রঙিন শাড়ি,
কোমড়ের বিছা কবে ৰয়ে গেছে
স্মৃতি রয়ে গেছে তারই।
চাইনিক নুপুর- র্বম ঝুম নাঁচি
চেয়েছি কাঁচের কাঁকন;
বলিনি তো তোরে স্নো নেই ঘরে
মলিন হয়ে আছে বদন।
সিঁথির সিঁদুর ফুরায়ে এসেছে
মাথায় মাখিনি তেল,
তেল পেড়ে এঁকেছি চোখের কাজল,
কর্নে দুলাই নি ঝুল।
সোনার দেহ ছেঁড়া আচলে!
চয়নে গড়েছি খুন,
যুগল হাতে বাজরে চুড়ি
সর্বদা- র্বনঝুন!
দে না কিনে মরদ-জান
শুধু দুইটি কাঁচের কাঁকন॥
Add Comment