ঋতুর সাজ

ঋতুভেদে সঠিক রঙের পোশাক বেছে নেওয়াটা জরুরি!

মডেল: জাফিয়া হক

হ্যালোডেস্ক: প্রতিটি ঋতুর সাথে মনের একটা মিল থাকে। সেই সাথে আমরা আমাদের পোশাকের পরিবর্তন করি। এটা ছেলে এবং মেয়ে উভয়ই করে থাকি। আমরা সব সময় চাই, যে ঋতুই হক না কেন সেটা যেন আরামদায়ক পোশাকের সাথে ফ্যাশনাবল হয়। আমরা আরামদায়ক পোশাকের জন্য কেউ ফ্যাশন হাউসে যাই, আবার কেউ দর্জি দোকান থেকে বস্ত্র তৈরি করি।

আসলে বিভিন্ন ঋতুতে সুন্দর পোষাকের মাধ্যমে নিজেকে কিভাবে সুন্দরভাবে উপস্থাপন যায়, এই সিদ্ধান্ত নেওয়া অল্পবয়সী ছেলেমেয়েদের জন্য একটু কষ্টকর। তবে সিদ্ধান্ত নেওয়ার প্রথম শর্ত হল, আপনাকে অবশ্যই আর্টিফিসিয়াল পোশাক এড়িয়ে চলতে হবে। কারণ, বিভিন্ন ঋতুতে বিভিন্ন পোশাক বিভিন্ন সৌন্দর্য সৃষ্টি করে এবং আরাম্পদায়ক হয়। যেমন- আপনি যদি কটনের কাপড় পরেন, তাহলে আপনার গরম কম লাগবে এবং আরাম পারেন। আরও সুবিধার জন্য আপনি তাঁতের বোনা কাপড়ের পোশাক পরতে পারেন, তাতে খুব আরাম পাওয়া যাবে। সুতরাং, যখন গরম আসে তখন এইসব পোশাকের দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখা উচিত। আবার গরমের সময় মেয়েদের নিজেকে আরামদায়ক রাখার প্রধান শর্ত হল হাতা কাটা পোশাক পরা, যা গরম থেকে অনেক প্রশান্তি দেয়। মেয়েরা যে সকল রঙ্গের পোশাক পরেন তার মধ্য – সাদা, হালকা গোলাপি, হালকা বেগুনি, হালকা নীল, বাদামী, আকাশী নীল, হালকা হলুদ ইত্যাদি রঙের পোশাককে অগ্রাধিকার দেওয়া উচিত। কারণ, সাদা বা হালকা যে কোন রঙের পোশাক রোদে তাপ শোষণ করতে সাহায্য করে, ফলে সেটি আরামদায়ক হয়।

শুধু পোশাক পরলেই সেটা আপনার জন্য আরামদায়ক ও ফ্যাশনাবল হবে না। ঋতুভেদে পোশাকের রঙের অনেক গুণ রয়েছে। আমরা অনেকই হয়তো জানি না যে, কোন সময়ে কোন রঙের পোশাক আমাদের পরা উচিত । ঋতুভেদে সঠিক রঙের পোশাক বেছে নেওয়াটাও জরুরি। কখন, কী রঙের পোশাক পরা উচিত, তা জেনে নিই …

মডেল: জাফিয়া হক

১. শীতকালে লাল, হলুদ, উজ্জ্বল সবুজ অথবা নীল রং এর পোশাক পরিধান করা উচিত । কারণ এগুলো আপনাকে গায়ে গরম অনুভব করতে সাহায্য করবে।

২. গরমকালে হালকা রঙের যে কোন পোশাক ভাল। এ সময় আপনি বেছে নিতে পারেন সাদা, হালকা গোলাপি ও নীল রঙের পোশাক।
৩. বসন্ত ঋতুতে মন থাকে একটু উৎফুল্ল, তাই এই সময় আপনি বেছে নিতে পারেন গোলাপি, হলুদ, আকাশী অথবা সবুজ রঙের পোশাক।

৪. বর্ষার সময় গাঢ় রং বেছে নেওয়া ভালো। বৃষ্টির মওসুমে মনকে রাঙাতে গাঢ় রঙের বিকল্প নেই।

এতক্ষণ আমরা জানলাম কোন ঋতুতে কোন ধরনের পোশাক পরিধান করতে হয়। এখন জানবো বিভিন্ন অনুষ্ঠানে কি ধরনের পোশাক পরলে নিজেকে সুন্দর দেখাবে।

১. আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য একটু সুন্দর করে সাজতে চাই। আর জাকজমক পার্টির জন্য হালকা মেরুন, গাঢ় ধূসর, ম্যাজেন্ডা, সিলভার, বটল গ্রিন এবং গাঢ় গোলাপি রং ই ভালো মানাই আমাদের।

২. দিনেরবেলার অনুষ্ঠানে আপনি পরতে পারেন হালকা রঙের পোশাক। সবচেয়ে ভালো মানায় হলুদ, আকাশি, হালকা কমলা কিংবা হালকা গোলাপি।

৩. প্রিয় মানুষটির সঙ্গে সময় কাটাতে যাবেন? বেছে নিতে পারেন সাদা, হালকা সবুজ, হলুদ, ক্রিম কালার কিংবা লালের কোনও শেড।

৪. রাতে অনুষ্ঠান হলে গাঢ় রং মানাবে ভালো। গ্লিটার দেওয়া পোশাকও বাছতে পারেন।

৫. অফিস যাওয়ার সময় কোন রঙের পোশাক পরবেন, তা বুঝে উঠতে পারেন না? অফিসের জন্য সাদা, ক্রিম, ধূসর, হালকা গোলাপি অথবা স্কাই ব্লু রং বেছে নিতে পারেন।

পোশাকই আমাদের সুন্দরকে দ্বিগুণ করে। সুতরাং কোন সময় কোন রঙের পোশাক পরতে হবে সেটা বেছে নেওয়া সৌন্দর্যের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031