– আবু সাঈদ আহমেদ
রাতের বয়স বাড়ার সাথে সাথে
শাদা হতে থাকে চাঁদ,
আজও হবে।
সিগারেটের ধোয়া গন্ধ
ছড়িয়ে মিশে যাবে হাওয়ায়।
গাছের পাতায় পাতায় জোছনা,
গাছের নিচে নিবিড় অন্ধকার।
পাতা ফুড়ে জোছনা নামেনি সেখানে।
জোছনার বিদ্ধ করার ক্ষমতা নেই,
তবু কি এক আশ্চর্য কৌশলে
এফোড় ওফোড় করে গেছে আমায়।
জোছনায় মগ্ন রাত,
অথচ আজ চাঁদই ওঠেনি।
আজ সকাল হতেই আষাঢ় বৃষ্টি বিরতিহীন।
কদম গাছের শাখায় শাখায়
হলুদাভ নক্ষত্রের বিলাসী স্নান।
আকাশ ভরা মেঘ, বৃষ্টি ঝরছে অবিরাম।
পানি চুয়ে চুয়ে ঢুকছে কবরে,
ভিজে যাচ্ছে আমার কাফন।
Add Comment