-ভাস্কর চৌধুরী
মৃত্যু কোনো অসুখের নাম নয়
মরে যাবার ইচ্ছে একটা অসুখ।
কবিদের অনেকের এ অসুখ আছে
নারীদের আছে, প্রকৃতির আছে
পাখিদের লাশ আমি কোথাও দেখি না।
প্রতিটি পর্বতে ঝর্ণা আছে,
প্রপাত আছে
কেউ কেউ নদীর জন্ম দেয়
আমি পাহাড়ের মৃত্যুর খবর পড়িনি।
ধ্বস মানে মৃত্যুর ইচ্ছে নয়
ধ্বস মানে হাত খুলে যায়
পা খুলে যায় আবার গজায়।
আমি পাইনের বন
যে পাহাড়ে আছে সে পাহাড়ে
কোনো ধ্বস নামতে দেখিনি।
তোমার সাথে আমার স্বর
ওঠানামা করে একবার সম্পর্ক হলে,
ইচ্ছের অসুখ হয়।
Add Comment