-প্রতিমা সরকার, কুচবিহার, পশ্চিমবঙ্গ
খেয়ালি মেয়েকে খুঁজছে সবাই
বৃষ্টি চাই–
পাবে কোথায়!
সে যে পিঁড়ি পেতে আমার
দাওয়ায়।
বৃষ্টি দেবো, আসবে ভাই?
এই শহরে দস্যিমেয়ে যেই না
দিল পা
জল থৈ থৈ পথঘাট সব ডুবিয়ে
দিল গাঁ।
এসেছে যৌবন রূপসী
তোর্ষার আনন্দে ফুলে ফুলে উঠছে।
ঝমঝম, টপটপ, ঝরঝর
সারাদিন রাত্তির শুধু ঝরছে।
নেই বিশ্রাম, চুপিচুপি কথা
মেঘেদের সাথে!
পেয়েছে সবুজ ইঙ্গিত
এই শ্রাবণের রাতে।
অবিরাম শুধু ঝরছে শুধু ঝরছে।
ক্লান্ত শরীর, ঘেমে নাজেহাল
থাম না মেয়ে!
হাপিত্যেশ করছে যারা তোকে নিয়ে,
যা ঘুরে আয় একটিবার আকাশবেয়ে।
ঝরবে মুক্তো প্রতি ফোঁটায়
আবেশে তোর সিক্ত ছোঁয়ায়।
Add Comment