-প্রদীপ গুপ্ত
তোমার শাড়িটাকে শুকোতে দিও না,
এখনি বৃষ্টি আসবে।
ও শাড়িতে আমার সোহাগ মিশে আছে,
বৃষ্টি তো জানেনা সেটা,
ও ধুয়ে দেবে সব।
আমাদের সমস্ত আবেগ,
ভালোবাসা, সোহাগ
-ও শাড়িটাকে ওর ভালোবাসায়
ভিজিয়ে দেবে।
আদর করে, ওর সর্বাঙ্গে
রেখে দিয়ে যাবে জলছাপ।
আমার বুকটা হু হু করে সুরঞ্জনা,
তুমি না হয় ভালোবাসার
তোরঙ্গে তুলে রেখো,
আমার যতোটুকু ছোঁওয়া,
যতটুকু আদর আমার
-তোমার শাড়িতে মিশে আছে।
ইতিহাস হয়ে থাক সেটা না হয়,
জানি, তুমি তো শাওনকন্যা।
ওর সাথে মিলবে বলেই
এসেছিলে এই রুক্ষ পৃথিবীতে।
ঊষর মাটিতে দোপাটি হয়ে
ফুটেছিলে তুমি।
তবু কেন আমার ছবি
এতো যত্ন করে ধরে রাখো বুকে
-কী এমন সুখ–সুরঞ্জনা!
সেখানেও তো বৃষ্টি নামবে অঝোর ধারায়
-আমাকে ভেজাবে তুমি, ফের।
শুধু ওই শাড়িটা শুকনো থাকুক,
বৃষ্টিকে দিওনা ভেজাতে।
আমারও তো অশ্রু বলে কিছু আছে
-সেও কি শাওন নয়!
সেও কি ভেজাতে জানেনা
-সুরঞ্জনা!
Add Comment