-নুর এ আলম
ফুল তুমি কেনো সৌরভ ছড়াও?
যদি না থাকে কদর দেবার মত কেউ!
আমি যতই ললিত কন্ঠে গান গেয়ে যাই
তার সুধু দূর থেকেই সোনবার ইচ্ছা হয়
আহা! চলেছি অচিন পথে বুকে যন্ত্রনা নিয়ে
কোথায় যেনো দেখেছি তারে পাহারিয়া পথের ধারে
তব কি দেবে মোরে নেবে কি পরশ পানে?
প্রেমে পরেছি যেনো বন্ধ জানালা সুখ দুঃখের ঠিকানায়।
Add Comment