হ্যালোডেস্ক
সুস্থ থাকুন
‘টেপ রেকর্ডারের হেড সাফ করেছেন?
টেপ রেকর্ডারের ক্যাসেটে পেন্সিল ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেটা রিভার্স করেছেন?
TV-র এন্টেনা ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেল দেখার চেষ্টা করেছেন?
VCP ভাড়া করে সিনেমা দেখেছেন?
টেলিফোনের গোল ডায়েল আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নম্বর লাগিয়েছেন?
ফারুক আর কবরী অভিনীত কোনো সাদা কালো সিনেমা দেখেছেন?
বিটিভি প্রচারিত – মাটি ও মানুষ অনুষ্ঠান দেখেছেন?
বাংলাদেশ বেতারের- বিজ্ঞাপন তরঙ্গ, সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ইত্যাদি শুনেছেন?
এ সবকটির উত্তর যদি হ্যাঁ হয় তাহলে..
খুশি হবার কারণ নেই। তাহলে বুঝতে হবে আপনার বয়স হয়েছে। এই ঈদে মাংস বুঝেশুনে খাবেন। কলিজা ভুনা খাওয়ার আগে কোলেস্টেরল এর অবস্থা জেনে নিন। আপনার যথেষ্ট বয়স হয়েছে। ডায়াবেটিস এর কি অবস্থা?, চিনি, তেল, ঘি, মাখন কম খান… বেশী টেনশন নেবেন না।
কম খান, বেশী পরিশ্রম করুন, ভালো থাকুন’।
লেখা: সংগৃহীত
Add Comment