-নবীউল হক অনিন্দ
বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী।
জাতির জনক শেখ মুজিবকে দেখা ও তাঁকে নিয়ে লেখা-
ছোট্ট বেলার নাম ‘খোকা’
মা সায়েরা বেগম বাবা লুৎফর রহমান,
টুঙ্গীপাড়ার মেঠো পথে ধুলোবালি মেখে
বাইগার নদী-জলে করে ঝাঁপাঝাঁপি
দোয়েল-বাবুইর বাসা ছিল চোখে চোখে
পোষা ছোট্ট শালিক ছানা,
এভাবেই প্রকৃতির সাথে মিলেমিশে একাকার।
শেখ মুজিব থেকে “বঙ্গবন্ধু”
মুক্তির পয়গাম।
আমি তো দেখিনি তাঁকে
শুনেছি তাঁর কথা বাবার কাছে
পাঠ্যবইতে পড়েছি তাঁকে নিয়ে লেখা
মুক্তিযুদ্ধের উদাত্ত আহবান।
এভাবেই যতটা চিনি যতটা জানি
তিনি আমাদের জাতির জনক
শেখ মুজিবুর রহমান।
নবীউল হক অনিন্দ
৪র্থ শ্রেণি
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ
Add Comment