-ইনসিয়া খান
বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধা-
আরেকবার ফিরে এসো
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান;
আরেকটি ইতিহাস লিখবো আমরা;
আরো একবার পুনরুত্থান হোক
জাতির সিংহ পিতার;
আমরা যুদ্ধ ঘোষণা করবো
সব অন্যায়ের বিরুদ্ধে।
মুজিব, তুমি জেগে ওঠো আরেকবার;
দেখো, ফরমালিনের বিষে
তোমার সন্তানেরা কেমন কাতরাচ্ছে;
বলো বাবা, এদেশটা কি দূর্নীতিবাজ
আর লুটেরাদের জন্য
স্বাধীন করেছিলে?
রাজনীতির নামে, গণতন্ত্রের নামে
এখানে ওরা যা করছে;
তারা কি তোমার উত্তরসুরী বাবা?
মুজিব তুমি কি জানো?
এ দেশে ধর্ষকেরা পুরুষাঙ্গের
নিরাপত্তা সংকটে ভোগে না;
বরং মাতৃত্বের পবিত্র জঠর,
কন্যার নিষ্পাপ শরীর
ধর্ষণের বীর্যে রক্তাক্ত হচ্ছে
প্রতিনিয়ত।
মুজিব, তুমি দেখে যাও
তোমার স্বাধীন পতাকা
অসহায়ের আর্তনাদে
দিন থেকে রাত
রাত থেকে দিন
ডুকরে কেঁদে ওঠে,
বলে হে- মুজিব তুমি ফিরে এসো
বঙ্গবন্ধু ফিরে এসো
জাতির পিতা ফিরে এসো।
Add Comment