সাময়িকী: শুক্র ও শনিবার
– মতি গাজ্জালী
এখন আর জ্ঞান নিতে ইচ্ছে হয় না।
বিরক্ত আর অনীহায় পেয়ে বসেছে।
যতটুকু নিয়েছি, ভুল মনে হয়।
অক্ষরজ্ঞানশূন্যতা আত্মসুখের বিশাল সরোবর।
স্বপ্ন আর আশার পথ দেখায় জ্ঞান।
স্বপ্ন আর আশা সবার জন্য উন্মুক্ত নয়।
ব্যারিকেডে আটকা পড়ে মুক্তবাক।
হোঁচট খায় জীবনের দুর্দান্ত পা।
যেখানে রক্তপ্রবাহ দেখছি,
সেখানেই বিদ্বান আর জ্ঞানবানদের পদচারণা।
যদি প্রান্ত আর পান্থজন হতাম,
তবে ছোট ছোট ব্যথা আর বেদনা
নিয়ে মরতাম।
হয় তো ভূমধ্যসাগরের তীরে
আয়লান বা কোনো কিষাণ কিষাণীর
পাখির জীবন,
বড় বিরক্ত ঠেকছে উচ্চশিক্ষার বইপত্তর।
বড় ইচ্ছে হয় জ্বালিয়ে দিই পৃথিবীর
সেরা সেরা বাণীসমৃদ্ধ পুঁথি পুরাণ
আর দলিলসমূহ।
এ আমার একান্তই ব্যক্তিগত বিষোদগার।
আমার দেখা পৃথিবীটাই হিটলারের কারাগার।
কে তুমি স্বাধীনতা নেয়ার বা দেয়ার?
কে তুমি নিষেধাজ্ঞা দেবার?
আমি কী বলব, কী লিখব,
কী গাইব, তা একান্ত ইচ্ছা আমার।
আমাদের সাথে সংযুক্ত থাকতে লাইক বাটনে ক্লিক করুন।
Add Comment