বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে, মোঃ হারুন-উর-রশিদ তালুকদার এর প্রতি শ্রদ্ধা জানিয়ে।
-নূর এ আলম।
বাংলা আমার, বাংলা তোমার,
বাংলা সকল প্রাণের
ভয় কিসের ও বীর বাঙ্গালী?
আয়রে ছুটে আয়
রক্ত গরম দেখব আজি কেমনে
ওঁরা দাপিয়ে বেড়ায়
পর পাখনায় ভর করিয়া খাচ্ছে
ওঁরা ফায়দা লুটে
ভাঙব মোরা দাপট ওদের ভয়
করিসনে বীর বাঙ্গালী
হয়নি স্বাধীন দেশটি আজও
চলছে সদা দূর্নীতি আর
চাঁদাবাজি
ওরে ও নির্বোধ এই বাঁধ ভাঙিয়া
মুক্ত যদি হবি তবে জীবন বাজি ধর
ফুটবে হাসি মায়ের মুখে
শুনবে সবে বাতাসের কানে কানে
বাংলা আমার, বাংলা তোমার,
বাংলা সকল প্রাণের ভয় কিসের
ও বীর বাঙ্গালী?
আয়রে ছুটে আয়
রশিদ তালুকদার একটি নাম
যে নামে জড়িয়ে আছে বাংলার ইতিহাস
দেখরে তোরা তাঁরই হাতে গড়া
বাংলার ঐতিহাসিক আলোকচিত্র দেখ
কেহ করে অস্ত্র হাতে কেহ করে
কলম আর কেহ করে বুদ্ধি
রশিদ করেছে আলোক যুদ্ধ
১৯৬৯ আর ৭১ তার ক্যামেরায় সাক্ষী
যুদ্ধ পরবর্তী ক্ষুধার্ত হাহাকার
আর রাহাজানি এমন সত্যকে
করিয়াছে বন্ধি যুগে যুগে
থাকবে সকল প্রাণে প্রাণে।
Add Comment