-শ্রাবনী বিশ্বাস
‘একটা সম্পর্ক থেকে মানুষ অনেক কিছু পায় আবার অপ্রত্যাশিত ভাবে বহুকিছু হারায়। মানুষ ভাবে এক, হয় আরেক। সম্পর্কের হাত ধরে কখনো সুখ আসে কখনো দুঃখ। জীবনের অঙ্ক সবচেয়ে জটিল। সবচেয়ে কঠিন। হিসেব মেলে না। কিছু মানুষকে আমরা জীবনের আনন্দ আঙিনা থেকে হারাতে চাই না। তবু তারা মিলিয়ে যায় কালের অতলান্তে। কিছু সম্পর্ককে আদর করে বুকের বৈকুণ্ঠে বেঁধে রাখতে চাই। সযত্নে সঞ্চয় করতে চাই মনের মধুময় মনীষা। তবু সেই সোহাগী সম্পর্কের বাঁধন আলগা হয়। চুপিসারে আমাদের মুঠো গলে বের হয়ে যায়… এলোমেলো হয় যাপিত জীবন। ভাবনার ভেলা ভেড়ে না তীরে। আবার হঠাৎ করেই আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে অজানা অচেনা কোন সম্পর্কে জড়িয়ে যাই। কিছু সম্পর্ক হয় ক্ষণিকের। বসন্তের বিতনু বাতাসের মতো এসে ছুঁয়ে দিয়েই পালিয়ে যায়। পাখির পালকের মতো ফেলে যায় কিছু সোনালি স্বর্ণাভ স্মৃতি। কিছু মানুষকে কয়েক মুহুর্তেই একান্ত আপন মনে হয়। আবার কাউকে সারাজীবন সচেষ্ট হয়েও নিজের করা যায় না। কেউ কেউ হাজার বছর কাছে থাকলেও হয় না আপন। কিছু সম্পর্ক দূর থেকেই সযত্নে থাকে, ভালো লাগে। দূরত্বের সঙ্গে ভালো লাগার সম্পর্ক হয় সমান্তরাল, সমানুপাতিক। কাছে এলেই ভালো লাগার তীব্রতা হ্রাস পেতে থাকে। কিছু সম্পর্ক অনেকটা ছায়ার মতো, ধরতে গেলেই নেই। সম্পর্ক গড়ে, সম্পর্ক ভাঙে, মানুষ আসে, মানুষ যায়, সময়ের সঙ্গে মানুষ বদলায়, সম্পর্কও বদলায়, আসলেই কি সব সম্পর্ক বদলায় ?
হয়তো না আবার হয়তো হ্যাঁ।
ফেসবুক ওয়াল থেকে নেয়া।
Add Comment