হ্যালোডেস্ক
সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হাটিকুমরুলে অবস্থিত দেশের সর্ববৃহৎ নবরত্ন মন্দির।
১৭০৪ থেকে ১৭২৮ সালে মধ্যবর্তি সময়ে নবাব মুর্শিদকুলি খানের শাসন আমলে রামনাথ ভাদুড়ী নবারের একজন তহসীলদার অতিজ্য বাহী এই মন্দিরটি নির্মাণ করেন।
ইতিহাস গবেষকদদের মতে মন্দিরের জাবতীয় ব্যয় নির্বাহ করে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির করেছিলেন নবাব মুর্শিদকুলি খান।
বাংলাদেশের ৩ টি নবরত্ন মন্দিরের মধ্যে এটিই সবচেয়ে বড়। বাংলাদেশ তথা দেশের বাহির থেকেও দর্শনার্থীরা এখানে এসে মুগ্ধ হন মন্দিরের নির্মান শৈলী দেখে।
প্রায় ২৫০ বছরের প্রাচীন এ মন্দির চত্তরে রয়েছে বিশাল শিব মন্দির, বাংলা মন্দির, শিবমটসহ মোট ৪ টি স্থাপনা।
মন্দিরে ইট ও টেরা কুটির উপরে রয়েছে দেব দেবির ছবি সম্বলিত ঐতিহাসিকদের অর্পূব অবাক করা নকশা । তবে বার বার সংস্কারের কারণে মুছে গেছে অনেক নির্দশন।
দেশের অন্যতম আকর্ষনীয় পর্যটন কেন্দ্র হিসেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ নবরত্ন মন্দিরটি বিবেচনা করা হয়।
ছবি তুলেছেন, রফিকুল ইসলাম সবুজ
Add Comment