সাময়িকী: শুক্র ও শনিবার
-হোসনেয়ারা বেগম
নিঃসীম শূন্যে পথ চেয়ে থাকি
অনন্ত বিরহে
ক্লান্তহীন দৃষ্টিপাতে খুঁজি পথের প্রান্ত
মিলনের দুরন্ত মোহে।
তুমি দূর হতে দূরে আরও বহু দূরে
হারাও যদিবা গোধূলির ধূসর আঁধারে।
আমার ময়ূরহৃদয় তোমাকেই খোঁজে
আলোকমাখা পালক বিছায়ে।
অধীর অশান্ত সমুদ্র তপ্ত বালিয়াড়ি
মনরথে নিমেষেই পাড়ি দেই একান্তে
উত্তাল তরঙ্গের দোলায় দোদুল দুলে।
প্রণয়ের বাতিঘরে আলো জ্বেলে
রাত জেগে ডেকে যাই সেই তোমাকে
“ফিরে এসো ফিরে এসো
দ্বিকহারা দিশাহারা হে নাবিক তুমি
ফিরে এসো আপণ নিবাসে!”
Add Comment