গল্প

“না জেনে ভুল বোঝা ঠিক নয়”

সাময়িকী: শুক্র ও শনিবার

-রফিকুল ইসলাম সবুজ

এক দেশে এক ছেলে ছিলো। ছেলেটির বাবা জীবিত ছিল না। শুধু মা আর ছেলেটি ছিল তাদের ছোট্ট সংসারে। একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন। এমন সময় তাদের জমা কোনো টাকা ছিল না।

মা ছেলেটিকে ডেকে বলল বাবা আমার শরীরটা ভাল নেই, যদি কিছু ঔষধ নিয়ে আসতি ছেলেটি দীর্ঘশ্বাস ফেলল আর বলল মা টাকা কোথায় পাবো? তখন কোনো উপায় না পেয়ে মায়ের গহনা গুলো আলমারি থেকে বের করে দিল, বলল এগুলো তোমার চাচার কাছে নিয়ে বিক্রি করে দাও।
চাচা ছিলেন একজন স্বর্ণকার। ছেলেটি চাচার দোকানে গেল আর বলল কাকা মা বলছে এগুলে আপনার কাছে বিক্রি করতে, চাচা বলল কেন? ছেলেটি বলল মা খুব অসুস্থ টাকা লাগেবে ঔষধ নিতে হবে। তখন চাচা গহনা গুলো হাতে নিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে ছেড়ে দেখল, কিছুক্ষণ পর ছেলেটিকে কিছু টাকা দিল আর বলল গহনা গুলে নিয়ে যা আর কাল থেকে তুই আমার দোকানে কাজ করবি। তোকে বেতন দেব, শুনে ছেলেটি অনেক খুশি হল। তারপর ছেলেটি নিয়মিত দোকানে আসতে লাগল কাজ শিখতে লাগল।

একসময় ছেলেটি নাম করা ডিজাইনার হয়ে গেল, অনেক দূর-দূরান্তর থেকে মানুষ আসত ছেলেটির কাছে, সুন্দর কাজ করতে পারে বলে এখন ছেলেটি গহনার ব্যাপারে ভালমন্দ বুঝে কোনটি ভাল কোনটি খারাপ। তা ছেলেটি হাতে নিয়েই বলতে পারে। তারপর একদিন চাচা ছেলেটিকে ডাকল
আর বলল তুমি তোমার মায়ের যে হগনাটি বিক্রি করতে চেয়েছিলে সেটা নিয়ে আস আজকে কিনবো! ছেলেটি বাড়িতে গিয়ে সেই গহনা গুলো আনল আনার পর চাচা বলল দেখতো গহনা গুলো। ছেলেটি গহনা গুলো দেখে বলল চাচা এগুলো তো নকল গহনা। তখন চাচা বলল আমি যদি সেইদিন বলতাম তোমার গহনা গুলো নকল তুমি কি ভাবতে? ভাবতে চাচা আমার অসময়তে ধোঁকা দিচ্ছে, সময় খারাপ বলে আমার সাথে প্রতারণা করছে। তাই তোমাকে কাজটি শেখালাম। একটা জিনিসের সমন্ধে না জেনে ভুল বোঝা ঠিক নয়। আগে জানা থাকতে হবে পরে তা নিয়ে কথা বলতে হয়।

Add Comment

Click here to post a comment

আর্কাইভ

ক্যালেন্ডার

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031